বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অর্ভুতপূর্ব বিকশিত হওয়ায় বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিনত হয়েছে , এই গ্লোবাল ভিলেজে প্রতিটি মানুষকে যুক্ত করে অন্তর্ভুক্তিমূলক এবং অর্থপূর্ন ডিজিটাল অ্যাক্সেস নিশ্চিতের মাধ্যমে মানুষকে ক্ষমতায়ন করার জন্য কাজ করে যাচ্ছে  বাংলাদেশে প্রতিষ্টিত উদ্যোগ “এফএনএফ সোস্যাল কমিউনিটি  অ্যাপ”,

বিশেষ করে, এফএনএফ সোস্যাল কমিউনিটি  অ্যাপ স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় এফএনএফ সোস্যাল কমিউনিটি অ্যাপের মাধ্যমে  –  স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পানি ও স্যানিটেশন, যুব ও ক্রীড়া বিষয়ক, কর্মজীবন, প্রাকৃতিক দুযোর্গ ও আবহাওয়া , সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা, সাইবার নিরাপত্তা সচেতনতা , মাদক বিরোধী সচেতনতা, নিত্য পণ্যের বাজার মূল্য এর মতো প্রয়োজনীয় বিভিন্ন বিষয় ভিত্তিক তথ্য লিখিত ভাবে, ফটো আকারে, অডিও কিংবা ভিডিও কনটেন্ট তৈরী করে প্রান্তিক পর্যায়ের মানুষের হাতে পৌছে দিতে ও জরুরী চিকিৎসার প্রয়োজনে রক্ত পেতে স্থানীয় রক্তদাতাগনের মধ্য যোগাযোগ করে দিতে কাজ করে যাচ্ছে ।

পাশাপাশি ব্যবহারকারীগন তাদের  আবেগ- অনুভূতি,  স্থানীয় সংস্কৃতি – ঐতিহ্য, দর্শনীয় স্থান, উৎপাদিত পণ্য, জনপ্রিয় খাবার ও নিজস্ব বৈশিষ্ঠ্যগুলো লিখিত ভাবে, ছবি তুলে, অডিও কিংবা ভিডিও কনটেন্ট তৈরী করে এফএনএফ সোস্যাল কমিউনিটি অ্যাপে পোষ্ট করে গ্লোবাল ভিলেজে উপস্থাপন করতে পারবেন এবং শর্ত-শাপেক্ষে মনেটাইজেশন সুবিধাও পেতে পারেন ।

ভবিষ্যতে সন্মানিত ব্যবহারকারীগন এফএনএফ সোস্যাল কমিউনিটি অ্যাপ ও তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের যৌথ সমন্বয়ে বিভিন্ন রকম সেবাসমূহ উপভোগ করতে পারবেন ।

The world has become a global village as a result of the exponential advancements in science and information technology. Bangladesh-based startup “FNF Social Community App” aims to empower people by establishing meaningful and inclusive digital access and linking everyone to this global village.

The FNF social community app is working with the help of local voluntary organizations to provide information based on various topics such as health, education, agriculture, water and sanitation, youth and sports, career, natural environment and weather, awareness to prevent road accidents awareness against violence against women, awareness against child marriage, cyber security. Awareness, anti-drug awareness, market price of daily products in writing, pictures, audio or video content to reach marginalized people and to communicate with local blood donors to get blood for urgent medical needs.

In addition, users can present their emotions, local culture – traditions, places of interest, products, popular foods and their own characteristics in writing, taking pictures, creating audio or video content and posting them on the FNF social community app to the Global Village and you can also get monetization benefits (subject to conditions)

In the future, valued users will be able to enjoy various services in collaboration with FNF Social Community App and third party organizations.